Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রতিবন্ধী ভাতা

প্রতিবন্ধী ভাতাঃ

বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে 'প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩প্রবর্তন করা হয়। বাংলাদেশ সংবিধানের ১৫১৭২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ ও সমঅধিকার প্রদান করা হয়। সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে রাষ্ট্রের দায়-দায়িত্বের অংশ হিসেবে ২০০৫-০৬ অর্থ বছর হতে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি প্রবর্তন করা হলেও বর্তমান প্রতিবন্ধী বান্ধব সরকার বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অসচ্ছল প্রতিবন্ধী ভাতার পরিবর্তে ২০২১-২২ অর্থ বছর হতে প্রতিবন্ধীদের বয়স ও বার্ষিক আয়ের বিষয়টি শীথিল করে সকল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা কার্যক্রমের আওতাভূক্ত করা হয়। বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে এ কর্মসূচির আওতায় রংপুর বিভাগে মোট উপকারভোগীর সংখ্যা ৪ লক্ষ ৫৪ হাজার ০৩ শত ৪৯ জন এবং জনপ্রতি মাসিক ৮৫০/- টাকা হারে এ বিভাগে বার্ষিক বরাদ্দের পরিমাণ ৪০৭ কোটি ৯২ লক্ষ ৫৭ হাজার ০৪ শত টাকা। G2P পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতাভোগীদের নিকট বছরে ৪ কিস্তিতে শতভাগ অর্থ বিতরণ সম্পন্ন করা হয়।

 

 ২০২৩-২৪ অর্থবছরসহ জেলাভিত্তিক প্রতিবেদন

ক্রঃ নং

জেলার নাম

উপকারভোগীদের সংখ্যা

বার্ষিক বরাদ্দের

পরিমাণ

০১

 রংপুর

৭২৬৮৯

৫২৭১৯৭২০০

০২

 দিনাজপুর

৬৮৯৪৭

৭০৩২৫৯৪০০

০৩

 গাইবান্ধা

১০০২১০

১০২২১৪২০০০

০৪

 কুড়িগ্রাম

৭৪৭১৯

৭৬২১৩৩৮০০

০৫

 লালমনিরহাট

৪২৯৪১

৪৩৭৯৯৮২০০

০৬

 নীলফামারী

৩৭১৯৬

৩৭৯৩৯৯২০০

০৭

 ঠাকুরগাঁও

৩৭১৩২

৩৭৮৭৪৬০০

০৮

 পঞ্চগড়

২০৫১৫

২০৯২৫৩০০০

মোট=

৪৫৪৩৪৯

৪০৭৯২৫৭৪০০

ভিডিও