Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা

বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা

১৯৯৮-৯৯ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতররের মাধ্যমে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়। ঐ অর্থ বছরে ৪ লক্ষ ৩ হাজার ১১০ জনকে এককালীন মাসিক ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। ২০০৩-০৪ অর্থ বছরে এ কর্মসূচিটি সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচি বাস্তবায়নে অধিকতর গতিশীলতা আনয়নের জন্য বর্তমান সরকার পুনরায় ২০১০-১১ অর্থ বছরে এ কর্মসূচি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করে। বর্তমান সরকারের উদ্যোগে প্রবর্তিত এ কর্মসূচি সমাজসেবা অধিদফতর সফলভাবে বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে রংপুর বিভাগে মোট উপকারভোগীর সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৯ শত ১৫ জন এবং জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে এ বিভাগের বার্ষিক বরাদ্দের পরিমাণ ২৬৮ কোটি ১৪ লক্ষ ৯০ হাজার টাকা। G2P পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতাভোগীদের নিকট বছরে ৪ কিস্তিতে শতভাগ অর্থ বিতরণ সম্পন্ন করা হয়।

 

২০২১-২২ অর্থ বছরে জেলাভিত্তিক প্রতিবেদন

ক্রঃ নং

জেলার নাম

উপকারভোগীদের সংখ্যা

বার্ষিক বরাদ্দের

পরিমান

০১

রংপুর

৬৭২০৪

৪০৩২২৪০০০

০২

দিনাজপুর

৮৭২৫৪

৫২৩৫২৪০০০

০৩

গাইবান্ধা

৬৯২২১

৪১৫৩২৬০০০

০৪

কুড়িগ্রাম

৬০১৬৫

৩৬০৯৯০০০০

০৫

লালমনিরহাট

৪৬৮৬৬

২৮১১৯৬০০০

০৬

নীলফামারী

৫০১২৪

৩০০৭৪৪০০০

০৭

ঠাকুরগাঁও

৪২৫১০

২৫৫০৬০০০০

০৮

পঞ্চগড়

২৩৫৭১

১৪১৪২৬০০০

মোট=

৪৪৬৯১৫

২৬৮১৪৯০০০০