বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা
১৯৯৮-৯৯ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতররের মাধ্যমে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়। ঐ অর্থ বছরে ৪ লক্ষ ৩ হাজার ১১০ জনকে এককালীন মাসিক ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। ২০০৩-০৪ অর্থ বছরে এ কর্মসূচিটি সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচি বাস্তবায়নে অধিকতর গতিশীলতা আনয়নের জন্য বর্তমান সরকার পুনরায় ২০১০-১১ অর্থ বছরে এ কর্মসূচি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করে। বর্তমান সরকারের উদ্যোগে প্রবর্তিত এ কর্মসূচি সমাজসেবা অধিদফতর সফলভাবে বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে রংপুর বিভাগে মোট উপকারভোগীর সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৯ শত ১৫ জন এবং জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে এ বিভাগের বার্ষিক বরাদ্দের পরিমাণ ২৬৮ কোটি ১৪ লক্ষ ৯০ হাজার টাকা। G2P পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতাভোগীদের নিকট বছরে ৪ কিস্তিতে শতভাগ অর্থ বিতরণ সম্পন্ন করা হয়।
২০২১-২২ অর্থ বছরে জেলাভিত্তিক প্রতিবেদন
ক্রঃ নং |
জেলার নাম |
উপকারভোগীদের সংখ্যা |
বার্ষিক বরাদ্দের পরিমান |
০১ |
রংপুর |
৬৭২০৪ |
৪০৩২২৪০০০ |
০২ |
দিনাজপুর |
৮৭২৫৪ |
৫২৩৫২৪০০০ |
০৩ |
গাইবান্ধা |
৬৯২২১ |
৪১৫৩২৬০০০ |
০৪ |
কুড়িগ্রাম |
৬০১৬৫ |
৩৬০৯৯০০০০ |
০৫ |
লালমনিরহাট |
৪৬৮৬৬ |
২৮১১৯৬০০০ |
০৬ |
নীলফামারী |
৫০১২৪ |
৩০০৭৪৪০০০ |
০৭ |
ঠাকুরগাঁও |
৪২৫১০ |
২৫৫০৬০০০০ |
০৮ |
পঞ্চগড় |
২৩৫৭১ |
১৪১৪২৬০০০ |
মোট= |
৪৪৬৯১৫ |
২৬৮১৪৯০০০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস