চা শিল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প। জাতীয় অর্থনীতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের চা উৎপাদনের পরিমাণ বছরে প্রায় ৯৬.০৭ মিলিয়ন কেজি এবং এখান থেকে চা রপ্তানি করা হয় ২৫টি দেশে। এই চা উৎপাদনের যারা সরাসরি জড়িত তারাই চা-শ্রমিক। কিন্তু চা-শ্রমিকরা সকল নাগরিক সুবিধা ভোগের অধিকার সমভাবে প্রাপ্য হলেও তারা পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার বলে প্রতিয়মান। তাদের প্রতি সদয় আচরণ ও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়া পরিবার, সমাজ, রাষ্ট্র, সকলের দায়িত্ব। অবহেলিত ও অনগ্রসর এ জনগোষ্ঠীর মৌলিক অধিকার সংরক্ষণ, তাদের সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণ, পারিবারিক ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ‘চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কার্যক্রম’ গ্রহণ করেছে। রংপুর বিভাগে ২০২৩-২৪ অর্থ বছরে ‘চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কার্যক্রম’ খাতে ১৩৭০ জন ব্যক্তির মাঝে সর্বমোট ৬৮ লক্ষ ৫০ হাজার টাকা এককালীন অর্থ সহায়তা প্রদান করা হয়.
রংপুর বিভাগের জেলাভিত্তিক
চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় নগদ অর্থ সহায়তা প্রদান সংক্রান্ত তথ্যাদিঃ
ক্রঃ নং |
জেলার নাম |
উপজেলার নাম |
২০২৩-২০২৪ অর্থবছরে উপকারভোগীর সংখ্যা |
বরাদ্দকৃত টাকার পরিমাণ |
বিতরণকৃত টাকার পরিমাণ |
মন্তব্য |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
০১ |
লালমনিরহাট |
হাতীবান্ধা |
২২০ |
১১০০০০০/- |
- |
জনপ্রতি এককালীন ৫,০০০/ টাকা |
০২ |
ঠাকুরগাঁও |
বালিয়াডাঙ্গী |
৩০৬ |
১৫৩০০০০/- |
- |
|
সদর |
২৫ |
১২৫০০০/- |
- |
|||
০৩ |
পঞ্চগড় |
সদর |
৩২৮ |
১৬৪০০০০/- |
- |
|
তেঁতুলিয়া |
৪৫৫ |
২২৭৫০০০/- |
- |
|||
আটোয়ারী |
৩৬ |
১৮০০০০/- |
- |
|||
|
মোট= |
১৩৭০ |
৬৮৫০০০০/- |
- |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস