হিজড়া সম্প্রদায় বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ হলেও আবহমান কাল থেকে এ জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর গোষ্ঠী হিসেবে পরিচিত। সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোপরি তাদেরকে সমাজের মূল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে তাদেরকে সম্পৃক্তকরণ অতি জরুরি হয়ে পড়েছে। সমাজসেবা অধিদফতরের প্রাথমিক জরিপ মতে বাংলাদেশে হিজড়ার সংখ্যা প্রায় ১১ হাজার।
বর্তমান জনবান্ধব সরকার ২০১২-১৩ অর্থ বছর হতে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তন্মধ্যে সমাজসেবা অধিদফতর কর্তৃক বর্তমানে চলমান কর্মসূচি হচ্ছে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম, বয়স্ক ব্যক্তিদের বিশেষ ভাতা এবং হিজড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসাবে শিক্ষা উপবৃত্তি। বর্তমানে ২০২১-২২ অর্থবছরে এ কর্মসূচির আওতায় রংপুর বিভাগে মোট বিশেষ ভাতা প্রাপ্ত উপকারভোগীর সংখ্যা ২২৮ জন এবং জনপ্রতি মাসিক বরাদ্দের হার ৫০০/- টাকা হিসাবে বার্ষিক বরাদ্দের পরিমাণ ১৬ লক্ষ ৪১ হাজার ৬ শত। শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত উপকারভোগীর সংখ্যা ২০৫ জন এবং স্তরভিত্তিক মাসিক বরাদ্দের হার প্রাথমিক স্তর ৭০০ টাকা, মাধ্যমিক স্তরে ৮০০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ১০০০ টাকা এবং উচ্চতর স্তরে ১২০০ টাকা হিসাবে বার্ষিক বরাদ্দের পরিমাণ ২২ লক্ষ ৭৫ হাজার ৫ শত টাকা। G2P পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতাভোগী ভাতাভোগী এবং শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিকট বছরে ৪ কিস্তিতে শতভাগ অর্থ বিতরণ সম্পন্ন করা হয়।
২০২১-২২ অর্থ বছরে জেলা ভিত্তিক প্রতিবেদন
ক্রঃ নং |
জেলার নাম |
উপকারভোগীদের সংখ্যা |
বার্ষিক বরাদ্দের পরিমান |
০১ |
রংপুর |
৫১ |
৩৬৭২০০ |
০২ |
দিনাজপুর |
৪৭ |
৩৩৮৪০০ |
০৩ |
গাইবান্ধা |
১০ |
৭২০০০ |
০৪ |
কুড়িগ্রাম |
৩ |
২১৬০০ |
০৫ |
লালমনিরহাট |
১০ |
৭২০০০ |
০৬ |
নীলফামারী |
১৫ |
১০৮০০০ |
০৭ |
ঠাকুরগাঁও |
১২ |
৮৬৪০০ |
০৮ |
পঞ্চগড় |
১ |
৭২০০ |
মোট= |
১৪৯ |
১০৭২৮০০ |
হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তিঃ
হিজড়া সম্প্রদায় বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ হলেও আবহমান কাল থেকে এ জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর গোষ্ঠী হিসেবে পরিচিত। সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোপরি তাদেরকে সমাজের মূল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে তাদেরকে সম্পৃক্তকরণ অতি জরুরি হয়ে পড়েছে। সমাজসেবা অধিদফতরের প্রাথমিক জরিপ মতে বাংলাদেশে হিজড়ার সংখ্যা প্রায় ১১ হাজার।
বর্তমান জনবান্ধব সরকার ২০১২-১৩ অর্থ বছর হতে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তন্মধ্যে সমাজসেবা অধিদফতর কর্তৃক বর্তমানে চলমান কর্মসূচি হচ্ছে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম, বয়স্ক ব্যক্তিদের বিশেষ ভাতা এবং হিজড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসাবে শিক্ষা উপবৃত্তি। বর্তমানে ২০২১-২২ অর্থবছরে এ কর্মসূচির আওতায় রংপুর বিভাগে মোট বিশেষ ভাতা প্রাপ্ত উপকারভোগীর সংখ্যা ১৪৯ জন এবং জনপ্রতি মাসিক বরাদ্দের হার ৬০০/- টাকা হিসাবে বার্ষিক বরাদ্দের পরিমাণ ১০ লক্ষ ৭২ হাজার ৮ শত। শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত উপকারভোগীর সংখ্যা ৭৬ জন এবং স্তরভিত্তিক মাসিক বরাদ্দের হার প্রাথমিক স্তর ৭০০ টাকা, মাধ্যমিক স্তরে ৮০০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ১০০০ টাকা এবং উচ্চতর স্তরে ১২০০ টাকা হিসাবে বার্ষিক বরাদ্দের পরিমাণ ০৭ লক্ষ ২৯ হাজার ৬ শত টাকা। G2P পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতাভোগী ভাতাভোগী এবং শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিকট বছরে ৪ কিস্তিতে শতভাগ অর্থ বিতরণ সম্পন্ন করা হয়।
২০২১-২২ অর্থ বছরে জেলা ভিত্তিক প্রতিবেদন
ক্রঃ নং |
জেলার নাম |
উপকারভোগীদের সংখ্যা |
বার্ষিক বরাদ্দের পরিমান |
০১ |
রংপুর |
০৯ |
৮৮৮০০ |
০২ |
দিনাজপুর |
২৯ |
২৮২০০০ |
০৩ |
গাইবান্ধা |
১ |
৮৪০০ |
০৪ |
কুড়িগ্রাম |
১ |
৯৬০০ |
০৫ |
লালমনিরহাট |
৭ |
৭০৮০০ |
০৬ |
নীলফামারী |
২৩ |
২০৭৬০০ |
০৭ |
ঠাকুরগাঁও |
- |
- |
০৮ |
পঞ্চগড় |
৬ |
৬২৪০০ |
মোট= |
৭৬ |
৭২৯৬০০ |
|
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস