Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বয়স্ক ভাতা বিতরণ কর্মসূচি

বয়স্ক ভাতা বিতরণ কর্মসূচি

দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ‘বয়স্কভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়। প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটি কর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গিকার হিসেবে ২০২১ সালের মধ্যে বয়স্কভাতাভোগীর সংখ্যা দ্বিগুণ করার নির্দেশনা থাকলেও ২০২০-২১ অর্থ বছরে দেশব্যাপী ১১২ টি উপজেলা এবং ২০২১-২২ অর্থ বছরে ১৫০ টি উপজেলায় ভাতাপ্রাপ্তির যোগ্য শতভাগ ভাতাপ্রার্থীকে ভাতা প্রদানের আওতায় অন্তর্ভূক্ত করা হয়েছে। তন্মধ্যে ২০২০-২১ অর্থ বছরে রংপুর বিভাগের ২৮ টি উপজেলা এবং ২০২১-২২ অর্থ বছরে ৩০ টি উপজেলাসহ বিভাগের মোট ৫৮ টি উপজেলা শতভাগ ভাতা প্রদানের আওতাভূক্ত হয়। সে অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে রংপুর বিভাগে মোট বয়স্কভাতাভোগীর সংখ্যা ৮ লক্ষ ৬৮ হাজার ০৯ শত ৫২ জন এবং জনপ্রতি মাসিক ৬০০/- টাকা হারে বার্ষিক বরাদ্দের পরিমাণ ৬৩২ কোটি ৫৩ লক্ষ ৯৪ হাজার ৪০০ টাকা। G2P পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতাভোগীদের নিকট বছরে ৪ কিস্তিতে শতভাগ অর্থ বিতরণ সম্পন্ন করা হয়।

 

২০২৩-২৪ অর্থবছরসহ জেলাভিত্তিক প্রতিবেদন

ক্রঃ নং

জেলার নাম

উপকারভোগীদের সংখ্যা

বার্ষিক বরাদ্দের

পরিমা

০১

 রংপুর

১৬৫৬০৪

১১৯২৩৪৮৮০০

০২

 দিনাজপুর

১৫০৮৮৪

১০৮৬৩৬৪৮০০

০৩

 গাইবান্ধা

১৪৯৩২৮

১০৭৫১৬১৬০০

০৪

 কুড়িগ্রাম

১২৭৭৭৭

৯১৯৯৯৪৪০০

০৫

 লালমনিরহাট

৯০১৪৬

৬৪৯০৫১২০০

০৬

 নীলফামারী

৮৩৮১৪

৬০৩৪৬০৮০০

০৭

 ঠাকুরগাঁও

৬৫৩৩৩

৪৭০৩৯৭৬০০

০৮

 পঞ্চগড়

৪৫৬৪১

৩২৮৬১৫২০০

মোট

৮৬৮৯৫২

৬৩২৫৩৯৪৪০০

 

ভিডিও