দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ‘বয়স্কভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়। প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটি কর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গিকার হিসেবে ২০২১ সালের মধ্যে বয়স্কভাতাভোগীর সংখ্যা দ্বিগুণ করার নির্দেশনা থাকলেও ২০২০-২১ অর্থ বছরে দেশব্যাপী ১১২ টি উপজেলা এবং ২০২১-২২ অর্থ বছরে ১৫০ টি উপজেলায় ভাতাপ্রাপ্তির যোগ্য শতভাগ ভাতাপ্রার্থীকে ভাতা প্রদানের আওতায় অন্তর্ভূক্ত করা হয়েছে। তন্মধ্যে ২০২০-২১ অর্থ বছরে রংপুর বিভাগের ২৮ টি উপজেলা এবং ২০২১-২২ অর্থ বছরে ৩০ টি উপজেলাসহ বিভাগের মোট ৫৮ টি উপজেলা শতভাগ ভাতা প্রদানের আওতাভূক্ত হয়। সে অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরে রংপুর বিভাগে মোট বয়স্কভাতাভোগীর সংখ্যা ৮ লক্ষ ৫১হাজার ৯ শত জন এবং জনপ্রতি মাসিক ৫০০/- টাকা হারে বার্ষিক বরাদ্দের পরিমাণ ৫১১ কোটি ১৪ লক্ষ টাকা। G2P পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতাভোগীদের নিকট বছরে ৪ কিস্তিতে শতভাগ অর্থ বিতরণ সম্পন্ন করা হয়।
২০২১-২২ অর্থ বছরে জেলাভিত্তিক প্রতিবেদন
ক্রঃ নং |
জেলার নাম |
উপকারভোগীদের সংখ্যা |
বার্ষিক বরাদ্দের পরিমান |
০১ |
রংপুর |
১৬৩৭২৫ |
৯৮২৩৫০০০০ |
০২ |
দিনাজপুর |
১৪৮৬৩৭ |
৮৯১৮২২০০০ |
০৩ |
গাইবান্ধা |
১৪৮০৯২ |
৮৮৮৫৫২০০০ |
০৪ |
কুড়িগ্রাম |
১২৬১৫৫ |
৭৫৬৯৩০০০০ |
০৫ |
লালমনিরহাট |
৭৩০৯৪ |
৪৩৮৫৬৪০০০ |
০৬ |
নীলফামারী |
৮২৭৮৫ |
৪৯৬৭১০০০০ |
০৭ |
ঠাকুরগাঁও |
৬৪৭৩০ |
৩৮৮৩৮০০০০ |
০৮ |
পঞ্চগড় |
৪৫২০১ |
২৭১২০৬০০০ |
মোট= |
৮৫২৪১৯ |
৫১১৪৫১৪০০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস