৮.৫২ লক্ষ ব্যক্তিকে বয়স্কভাতা, ৪.৪৭ লক্ষ জনকে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং ২.৭৪ লক্ষ ব্যক্তিকে প্রতিবন্ধী ভাতা ও .১০৩ লক্ষ জন প্রতিবন্ধী শিশুকে শিক্ষা উপবৃত্তি প্রদান; শতভাগ প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধিতা সনাক্তকরণ, তার মাত্রা নিরূপন ও পরিচয়পত্র প্রদান করা হবে।
এছাড়াও রংপুর বিভাগের (রংপুর-৯টি, গাইবান্ধা-৮টি, কুড়িগ্রাম-১০ টি, লালমনিরহাট-৬টি, নীলফামারী-৭টি, দিনাজপুর-১৪টি, ঠাকুরগাঁও-৬ টি, পঞ্চগড়-০৬টি ) সর্বমোট=৬৬টি উপজেলার/শহর সমাজসেবা আওতাধীন ইউনিয়ন/ওয়ার্ডসমূহে শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যোগ্য ব্যক্তিদের ভাতা প্রদান নিশ্চিত করা হবে।
১.৭৫ লক্ষ দরিদ্র ব্যক্তিকে উদ্বুদ্ধকরণ ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হবে ও বিনিয়োগ ও পুনঃবিনিয়োগের মাধ্যমে ১৩.২০ কোটি টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হবে। যাতে নিম্নআয়ের জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তির আত্মকর্মসংস্থান, নিজস্ব পুঁজি সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবনমান বৃদ্ধি পাবে;
সমাজের বিশেষ শ্রেণি বিশেষতঃ হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৪৫৭ জন ব্যক্তিকে প্রশিক্ষণ, ৩৪০১ ব্যক্তিকে বিশেষ ভাতা ও ২২০৩ শিশুকে শিক্ষা বৃত্তি চালুর মাধ্যমে ব্যক্তির জীবনমান উন্নয়ন করা হবে;
চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে ০৩ (তিন) জেলায় ১২১৩ জনের (পঞ্চগড়, লালমনিরহাট ও ঠাকুরগাঁও) প্রশিক্ষণ ও এককালিন আর্থিক অনুদান বিতরণ নিশ্চিত করা হবে;
১১টি সরকারি শিশু পরিবার ও ৮টি সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ১৪০৫ জন সুবিধাবঞ্চিত এতিম ও প্রতিবন্ধী শিশুর আবাসন, শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন নিশ্চিত করা হবে;
প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের কেন্দ্রীয় তথ্য ভান্ডারে সংরক্ষিত ৩১০০০৮ (৩০ জুন,২০২২ খ্রি. পর্যন্ত) জন প্রতিবন্ধী ব্যক্তির তথ্য বিশ্লেষণ করে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় আনার ব্যবস্থা গ্রহণ করা হবে;
অবশিষ্ট ০৫ জেলায় জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন করা হবে,
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ২৯৬৮৪ জন কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত ও কাশা-পিতল প্রস্তুতকারকের দক্ষতা উন্নয়ণ করে উদ্যোক্তা ও স্থানীয় পর্যায়ে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা ।
SDGs এর লক্ষ্যমাত্রা ৫.৪.১ এর আলোকে অবৈতনিক গৃহাস্থালী কাজের মর্যাদা উন্নীতকরণে সচেতনতা বৃদ্ধি করা হবে।