Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Amader orjon

সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর, সুযোগ-সুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছে। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে সমাজসেবা অধিদফতর দারিদ্র্ বিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিগত ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থ বছরে ৮.৫২ লক্ষ বয়স্কভাতাভোগী, ৪.৪৭ লক্ষ  বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী এবং ২.৭৪ লক্ষ প্রতিবন্ধী ভাতাভোগী, ০.১০৩ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীর উপবৃত্তিসহ সর্বমোট ১৫.৮৩৩ লক্ষ ভাতাভোগী’র নামে G2P পদ্ধতিতে MFS প্রতিষ্ঠান ‘‘নগদ’’ ও ‘‘বিকাশ’’ এর মাধ্যমে মোবাইল হিসাব নম্বরে ই-পেমেন্ট করা হয়েছে। ভাতাভোগীদেরকে G2P (Government to Person) ইলেকট্রনিক পদ্ধতিতে ও ভাতাভোগীর মোবাইল ব্যাংক হিসেবে সরাসরি ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে। ৩.১০ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধিতা সনাক্তকরণ, তার মাত্রা নিরূপন ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে। ৫৩.০৫৬ হাজার ভাতাগ্রহীতাকে ই-মেপেন্টে (ব্যাংক এশিয়া) এর মাধ্যমে ভাতা প্রদান করা হয়েছে। ৩টি জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ কার্যক্রম ২০১৯ সালে শুরু করা রয়েছে এবং নির্মাণ কাজের অগ্রগতি ৯৫% । রংপুর বিভাগের ৫৮ টি উপজেলা ও ০৮ শহর সমাজসেবা কার্যালয় এর আওতাধীন শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যোগ্য ব্যক্তিদের ভাতা প্রদান নিশ্চিত করা হয়েছে।

 

Video