প্রতিবন্ধী ভাতাঃ
বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে 'প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩' প্রবর্তন করা হয়। বাংলাদেশ সংবিধানের ১৫, ১৭, ২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ ও সমঅধিকার প্রদান করা হয়। সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে রাষ্ট্রের দায়-দায়িত্বের অংশ হিসেবে ২০০৫-০৬ অর্থ বছর হতে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি প্রবর্তন করা হলেও বর্তমান প্রতিবন্ধী বান্ধব সরকার বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অসচ্ছল প্রতিবন্ধী ভাতার পরিবর্তে ২০২১-২২ অর্থ বছর হতে প্রতিবন্ধীদের বয়স ও বার্ষিক আয়ের বিষয়টি শীথিল করে সকল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা কার্যক্রমের আওতাভূক্ত করা হয়। বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে এ কর্মসূচির আওতায় রংপুর বিভাগে মোট উপকারভোগীর সংখ্যা ৪ লক্ষ ৫৪ হাজার ০৩ শত ৪৯ জন এবং জনপ্রতি মাসিক ৮৫০/- টাকা হারে এ বিভাগে বার্ষিক বরাদ্দের পরিমাণ ৪০৭ কোটি ৯২ লক্ষ ৫৭ হাজার ০৪ শত টাকা। G2P পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতাভোগীদের নিকট বছরে ৪ কিস্তিতে শতভাগ অর্থ বিতরণ সম্পন্ন করা হয়।
২০২৩-২৪ অর্থবছরসহ জেলাভিত্তিক প্রতিবেদন
ক্রঃ নং |
জেলার নাম |
উপকারভোগীদের সংখ্যা |
বার্ষিক বরাদ্দের পরিমাণ |
০১ |
রংপুর |
৭২৬৮৯ |
৫২৭১৯৭২০০ |
০২ |
দিনাজপুর |
৬৮৯৪৭ |
৭০৩২৫৯৪০০ |
০৩ |
গাইবান্ধা |
১০০২১০ |
১০২২১৪২০০০ |
০৪ |
কুড়িগ্রাম |
৭৪৭১৯ |
৭৬২১৩৩৮০০ |
০৫ |
লালমনিরহাট |
৪২৯৪১ |
৪৩৭৯৯৮২০০ |
০৬ |
নীলফামারী |
৩৭১৯৬ |
৩৭৯৩৯৯২০০ |
০৭ |
ঠাকুরগাঁও |
৩৭১৩২ |
৩৭৮৭৪৬০০ |
০৮ |
পঞ্চগড় |
২০৫১৫ |
২০৯২৫৩০০০ |
মোট= |
৪৫৪৩৪৯ |
৪০৭৯২৫৭৪০০ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS