Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বয়স্ক ভাতা

দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ‘বয়স্কভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়। প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশনকে এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে ৮ লক্ষ ৫১ হাজার ০৯ শত জন বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি মাসিক ৬০০ টাকা হারে এ বিভাগের বার্ষিক বরাদ্দের পরিমাণ ৬১৩৩ কোটি ৬৮ লক্ষ টাকা। G2P পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতাভোগীদের নিকট বছরে ৪ কিস্তিতে শতভাগ অর্থ বিতরণ সম্পন্ন করা হয়।


ক্রম

জেলার নাম

উপকারভোগীর সংখ্যা

২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক বরাদ্দের পরিমাণ

 

০১

রংপুর

১৬৩৭২৫

১১৭৮৮২০০০০

০২

দিনাজপুর

১৪৮৬৩৭

১০৭০১৮৬৪০০

০৩

গাইবান্ধা

১৪৭৫৭৩

১০৬২৫২২৫৬০০

০৪

কুড়িগ্রাম

১২৬১৫৫

৯০৮৩১৬০০০

০৫

লালমনিরহাট

৭৩০৯৪

৫৬৪২৮৫৬৮০০

০৬

নীলফামারী

৮২৭৮৫

৫৯৬০৫২০০০

০৭

ঠাকুরগাঁও

৬৪৭৩০

৪৬৬০৫৬০০০

০৮

পঞ্চগড়

৪৫১২৫

৩২৪৯০০০০০

মোট=

৮৫১৯০০

৬১৩৩৬৮০০০০

 

Video